নাটোর শহরের বনবেলড়িয়া থেকে ৫টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের বনবেলঘড়িয়ার একটি আখের জমি থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। এ সময় বড় একটি মোছো বাঘ পালিয়ে যায়। শাবকগুলো রাজশাহী চিড়িয়াখানায় পাঠানো হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ ও এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে বনবেলঘড়িয়ার একটি আখের জমিতে কাজ করছিল কয়েকজন কৃষক। এসময় জমির মধ্যে দিয়ে একটি মেছো বাঘের শাবককে চলে যেতে দেখতে পায়। পরে কৃষকরা ওই শাবকের পিছু নিয়ে আখের জমির ভেতর এগিয়ে যায়। সেখানে একটি গর্তের মধ্যে আরো ৪টি মেছো বাঘের শাবক দেখতে পায়। এ সময় সেখানে থাকা একটি বড় মেছো বাঘ কৃষকদের দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই গর্ত থেকে শাবক ৫টি উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাবকগুলো থানায় নিয়ে আসে।
শাবকগুলো রাজশাহী চিড়িয়াখানায় পাঠানোর জন্য সংবাদ দেওয়া হয়েছে। চিড়িয়াখানা কতৃপক্ষ কাউকে পাঠালে তাদের কাছে হস্তান্তর করা হবে।