নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে শহরের অনিমা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার, নাটোর জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল আলম,ডিআইও-১ জালাল উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, শান্তি, শৃংখলা,উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র রয়েছে এই বাহিনী। বিগত সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। আসন্ন শারদীয় দূর্গোৎসব ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভিক ভাবে দায়িত্ব পালন করতে আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে ১৭ জন আনসার ভিডিপি সদস্যদের কাজের সুবিধার্থে ১৭ টি বাইসাইকেল বিতরণ করা হয়।