নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ মলম, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের মূল হোতা ফুলমিয়াসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার বেলা সাড়ে বেলা ১২টার দিকে র্যাব-৫,নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৫,নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত ১২ টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর সদস্যরা। অভিযানালে আন্তঃজেলা সংঘবদ্ধ মলম, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতা ফুল মিয়াসহ চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০পিচ চেতনানাশক ঔষধ, ঔষধ মিশ্রিত দুই প্যাকেট বিস্কুট, দুইটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন সামগ্রী ও ছিনতাইকৃত ১৪ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো-রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ফুলমিয়া, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে সানোয়ার হোসেন, পঞ্চগড় শহরের মালিপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আলমগীর এবং টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত মীর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়- তারা সকলেই একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মলম, অজ্ঞান ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার গণপরিবহনে যাত্রী বেশে ভ্রমন করে এবং পরস্পর যোগসাজসে ঐ পরিবহনের বিশেষ কোন যাত্রীকে টার্গেট করে আলাপচারিতার মাধ্যমে বন্ধুত্ব বা সখ্যতা গড়ে তুলে। পরবর্তীতে কৌশলে চেতনানাশক ঔষুধ মিশ্রিত বিস্কুট বা পানিসহ বিভিন্ন ধরনের খাবার খাইয়ে অজ্ঞান করে এবং প্রয়োজনে দেশীয় অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত যাত্রীর টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে কৌশলে ঐ পরিবহন হতে সটকে পড়ে। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।