নাটোর প্রতিনিধি:
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় গঠন ,মাতৃ ভাষায় শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন দাবীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শুরুতে শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সদস্যদের নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদিপ লাকড়া, সাধারন সম্পাদক কালীদাস রায়, সাংগঠনিক সম্পাদক জাদু কুমার দাস, নাটোর সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্যামলাল তেলী।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারিতে আদিবাসীদের প্রণোদনা প্রদান করা হোক। তাদের জমি যারা অবৈধভাবে দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে জমি ফিরিয়ে দেওয়া হোক। বর্তমান সরকার সকল মানুষের জীবনের চিন্তা করলেও আদিবাসীদের জীবন যাপনে তেমন কোন ভুমিকা রাখছে না। তাই সরকার প্রধানের কাছে তাদের দাবীগুলো বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।