নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এ সময় কেন্দ্রীয় মসজিদের অদুরে অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগ সহ সরকার দলীয় নেতা কর্মিরা। এ সময় বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। পরে বেলা ১১ টার দিকে আন্দোলনকারীরা মিছিল বের করলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইট পাঠকেল নিক্ষেপ শুরু করলে পাল্টা আক্রমন করে পুলিশ ও ছাত্রলীগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।