স্টাফ রিপোর্টারঃ
ভূয়া মুক্তিযোদ্ধা পরিচয়সহ নানা অভিযোগ এনে নাটোরে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান ওসমান গনী ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা। রবিবার সদর উপজেলার ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই দাবী আনেন। তারা বলেন, ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান গনি ভূইয়া মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেই নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়েছেন। তিনি এবং তার পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা। তারা আরো জানান, ওসমান গনি এলাকায় প্রচার করছেন ৫০ লক্ষ টাকা দিয়ে তিনি মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন সময়ে বাল্য বিবাহ বন্ধের নামে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, দলীয় সদস্যদের গায়ে হাত তোলাসহ নানা অভিযোগ আনেন তার বিরুদ্ধে। এ ছাড়া সরকারী খাল খনন করে তার মাটি অন্যত্র বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ থাকা এবং ২০১৭ সালে ঈদ উপহারের ৭৫ বস্তা সরকারী চাউল আত্মসাৎ করার চেষ্টা করে প্রশাসনের হাতে চাউল আটকের বিষয়টিও তুলে ধরা হয়। অভিযোগ করা হয় ওসমান গনি ভূইয়া নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের বাদ দিয়ে জামাত বিএনপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সকল কাজ করে থাকেন। তার মদদে তার ছেলে শহিদুল ইসলাম কালিয়া অন্যের জমি দখলসহ এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। তার এসব কাজের জন্য ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মীরা তার পাশে নেই। যদি তার মনোনয়ন বাতিল না করা হয় তবে তার পক্ষে জয়লাভ করা কঠিন হবে। তার পরিবর্তে অন্য যে কাউকে মনোনয়ন দিলে ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা তার পেছনে কাজ করতে রাজি আছেন। রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওসমান গনি ভূইয়ার মনোনয়ন ও নৌকা প্রতীক বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। যদি তা না করা হয় তবে তারা একযোগে পদত্যাগেরও হুশিয়ারী দেন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ওসমান গনি ভূঁইয়ার বক্তব্য জানার জন্য সাংবাদিকরা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্ট করলে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।