নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থেকে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্দুপতিবার পুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ইমো অ্যাপ এর মাধ্যমে প্রতারণা চালিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সংবাদটি নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ গতরাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।