নিউজ ডেস্ক :
নাটোরে ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরসভার দুঃস্থ অস্বচ্ছলদের মাঝে বিনামূল্যে চাল বিতরণের উদ্বোধন করেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এনামুর রহমান চিনু,সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম পান্না সহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, সরকারের ভিজিএফ কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও নাটোর পৌরসভার ৪ হাজার ৬২১ টি ভিজিএফ কার্ডধারীদের মধ্যে প্রত্যেককে ১৫ কেজি চাল করে চাল বিনামুল্যে দেওয়া হবে। এবছর পৌর এলাকায় মোট ৬৯.৩১৫ মেট্রিকটন চাল বিতরণ করা হবে। বৃহস্পতিবার সকালে এই চাল বিতরণ শুরু করা হয়েছে। বর্তমান সরকার দেশের কোন মানুষকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে দেবে না। প্রতিটি ঘরেই আনন্দ পৌছে দিতে সরকারের প্রতিনিধিরা কাজ করে চলেছে।