নিজস্ব প্রতিবেদকঃ
যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬-৩০ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৭-১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে নামাজ পড়ান কাঁন্দিভিটা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা এবং দ্বিতীয় জামাতে নামাজ পড়ান আলাইপুর জামে মসজিদের খতিব মাওলানা মফিজুল ইসলাম। নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ,বাস টার্মিনাল মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত শেষে মুসল্লীরা পশু কোরবানী দেয়।
অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সিংড়ার শেরকোল রাণীনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করেন। নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বাগাতিপাড়ার ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আযহার জামাতে নামাজ আদায় করেন।