নাটোর প্রতিনিধি: নাটোরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই আধুনিক ভবনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল সহ নেতৃবৃন্দ।