নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে নাটোরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহন। চলবে একটানা বিকেল তিনটা পর্যন্ত। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবেন আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট আবু আহসান টগর- অ্যাডভোকেট মালেক শেখ পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর-অ্যাডভোকেট শরীফুল ইসলাম মুক্তা পরিষদ। নির্বাচনে সুষ্ট ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কটোর নিরাপত্তা ব্যাবস্থা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোক্তার হোসেন। সর্বমোট ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতবছর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার-শরিফুল ইসলাম মুক্তা পরিষদ একটি পদ ছাড়া পূর্ণ প্যানেলে জয়ী হয়।