নিজস্ব প্রতিবেদক:
নাটোরের একটি হাঁসের খামারে হাঁস খেতে গেলে একটি মেছ বাঘ পিটিয়ে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখে গ্রামবাসী। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। আজ শনিবার সকালে খবর পেয়ে মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
নাটোর বনবিভাগের কর্মচারি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের মিরাজ আলীর হাঁসের খামারে গতরাতে একটি মেছো বাঘ হানা দেয়। এ সময় হাঁসের ডাকাডাকিতে লাঠিশোঠা নিয়ে মিরাজ আলী সহ এলাকাবাসী বেড়িয়ে আসে। পরে তারা দেখতে পায় মেছো বাঘটি খামারের ভিতরে হাঁস খাওয়ার জন্য ঢুকে পড়েছে। এ সময় এলাকাবাসী খামারের চারপাশে ঘিওে ফেলে এবং বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে তারা বাঘের মরদেহটি একটি গাছের সাথে দড়ি দিয়ে বেধে ঝুলিয়ে রাখে। সকালে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাঘের মরদেহটি উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রেরণ করেন। এ সময় তারা গ্রামবাসীকে ভবিষ্যতে এভাবে বন্যপ্রানী হত্যা না করার জন্য অনুরোধ জানান।