নাটোর প্রতিনিধি
নাটোর নির্মানাধীন এক বিল্ডিং এর পাশের একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী নামের এক ব্যাক্তির মাথা থেতলে দেওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের বেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ও স্থানীয়রা জানান, আকবর আলী অসুস্থ্য হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে জিবিকা চালায়। প্রতিদিনের মত আজ সকালেও সে বাড়ী থেকে বের হয়। পরে দুপুরে বনবেলঘরিয়া এলাকায় একটি মসজিদের পিছনে নির্মানাধীন এক বিল্ডিং এর পাশের একটি ঝুপড়ি ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা মরদেহটি আকবর আলীর বলে শনাক্ত করেন। পরে তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়ে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাৎ করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।