নাটোর প্রতিনিধি: নাটোরে বিদ্যুৎ কুমার দাস (২০) নামে এক ভ্যান চালকের গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার গাংগোইল গ্রামের একটি ধান ক্ষেত থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিদ্যুৎ কুমার সিংড়া উপজেলার মটগ্রাম এলাকার নির্মল দাসের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, বিদ্যুৎ তার নিজস্ব ব্যাটারী চালতি অটো ভ্যান চালিয়ে ভাড়া খাটেন। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার বিদ্যুৎ তার ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে বাড়ীতে ফিরে আসেনা। পরে অনেক স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি তার। এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় তার খোঁজে। সকালে সদর উপজেলার গাংগোইল গ্রামের একটি ধান ক্ষেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে তার ব্যাটারী চালিত ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ভ্যানটি ছিনিয়ে নিতেই বিদ্যুৎকে হত্যা করা হয়ে থাকতে পারে।