নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের আটঘরিয়া গ্রাম থেকে ফারুক হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের আটঘরিয়ার গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক হোসেন একডালা গ্রামের হোসেন আলীর ছেলে ও স্থানীয় মাদক সেবী এবং মাদক ব্যাবসায়ী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও স্থানীয়রা জানান, ফারুক এলাকার চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যাবসায়ী। মাদক সেবন ও বিক্রি করা নিয়ে প্রায় এলাকার মাদক সেবীদের সাথে তার বিরোধ লেগেই থাকতো। ফারুককে নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের একাধিকবার শালিস মিমাংসা করতে হয়েছে। কিন্তু কোন ভাবেই তার মাদক বিক্রি বন্ধ হয়নি। আজ দুপুরে আটঘরিয়া গ্রামের শাহাজাহান হোসেনের বাড়ীর পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক বিক্রি নিয়ে কারো সাথে হাতাহাতির ঘটনায় সে আঘাত পেয়ে মারা গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।