নাটোর জেলার কোথাও এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা নেই। করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য জেলা থেকে ১৭ ব্যক্তির নমুনা পরীক্ষার রাজশাহী পাঠানো হয়। তবে এগুলোর সবকয়টিই ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। নেগেটিভ ফল হওয়ায় এটা নাটোরবাসীর জন্য একটা সুসংবাদ।
তবে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার দু’দিনে পাঠানো আরো আটটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেগুলোর ফলাফল দ্রুতই পাওয়া যাবে। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নাটোর জেলা থেকে করোনা ভাইরাসে সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্যে এ পর্যন্ত মোট ১৭ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল। এসব নমুনার সব ক’টির ফলাফলই নেগেটিভ পাওয়া গেছে।
আজ জেলা থেকে নতুন আরো চারজনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে এবং গতকাল চারজনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল। গতকাল এবং আজ প্রেরিত মোট আটটি নমুনার ফলাফল প্রাপ্তির অপেক্ষায় আছি আমরা। এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা মোট ৪৫৫ জনের মধ্যে আজ বুধবার পর্যন্ত ৪৩৯ জন ছাড়পত্র পেয়েছেন। অবশিষ্ট ১৬ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।