নাটোর জেলার কোথাও এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা নেই। করোনা ভাইরাসে সংক্রমিত কিনা জেলা থেকে পাঠানো ১১৮ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। বিগত সময়ে প্রেরিত ১০৫টি নমুনার ফলাফল দ্রুতই পাওয়া যাবে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে জেলা থেকে করোনা ভাইরাসে সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্যে এ পর্যন্ত মোট ২২৩ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল। এসব নমুনার ১১৮টি ফলাফল নেগেটিভ পাওয়া গেছে, অবশিষ্ট ১০৫টির ফলাফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছি। এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় হাসপাতাল ও হোম কোয়ারেন্টাইনে থাকা মোট ৬৩০ জনের মধ্যে আজ শুক্রবার পর্যন্ত ৫১৯ জন ছাড়পত্র পেয়েছেন। অবশিষ্ট ১১৭ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে এবং ৪ জন হাসপাতাল কোয়ারেন্টাইনে আছেন।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনছারুল হক জানান, জেলায় প্রতিষ্ঠানিক আইসোলেশনে মোট ১৪০টি বেড প্রস্তুত আছে। নাটোর সদর হাসপাতারের আইসোলেশন সেন্টারে এ পর্যন্ত তিন ব্যক্তিকে চিকিৎসারত অবস্থায় নমুনা পরীক্ষা শেষে নেগেটিভ ফলাফলের ভিত্তিতে ছাড়পত্র দে’য়া হয়েছে। এখন এই সেন্টারে কোন রোগী নেই। এদিকে গতকাল বৃহস্পতিবার নাটোরের একজন বাসিন্দা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি ভাইরাল হলেও বর্তমানে ঢাকার ইমপালস হাসপাতালে কর্মরত ৩৫ বছর বয়সী সংশ্লিষ্ট ঐ ব্যক্তি গত তিন মাসে নাটোরে আসেননি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা। রাজশাহী কলেজের ছাত্র তাঁর ছোট ভাই রানা খান জানান, গত ১২ দিনের অধিক সময় ধরে ভাই ইমপালস হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন এবং ভালো আছেন। আশা করছি ১৪ দিন অতিক্রান্ত সাপেক্ষে দু’একদিনের মধ্যেই তিনি বিপদমুক্ত হবেন। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, সুস্থ্য হওয়ার পরবর্ত্তী সময়ে ঐ ব্যক্তি অধিকতর সতর্কতার কারনে যাতে নাটোরে না আসেন, সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।