নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ শরীফ সড়ক দুর্ঘটনায় আহত। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার চাঁদপুরে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ নিজ বাড়ি জামনগর মোটরসাইকেল যোগে নাটোর শহরের দিকে ফিরছিলেন। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর নামক জায়গায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে থেকে একটি ষাঁড় গরু দৌড়ে এসে মোটরসাইকেলসহ শরীফ কে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এতে তিনি গুরুতর আহত হন পরে সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মাথায় চারটি সেলাই দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আপাতত তাকে বিপদমুক্ত বলে ঘোষণা দিয়েছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী সাংবাদিক বৃন্দ।