বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, সারাদেশে দূর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযান যেন কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থমন্ত্রী বলেছেন দেশ থেকে টাকা পাচার করা হচ্ছে। এ পর্যন্ত ৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যারা ব্যাংকের টাকা লুট করেছে, যারা দেশের টাকা পাচার করে দেশের অর্থনীতির ক্ষতি করছে তাদের বিরুদ্ধে যেন এই দূর্নীতি বিরোধী অভিযান চালানো হয় তার দাবী জানান তিনি। তিনি বলেন এটা যদি করা হয় তবেই এ অভিযানের সার্থকতা আসবে। তিনি শুক্রবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ওয়ার্কাস পাটি জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলনের উদ্বোধন পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন। পরে দলের সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, সদস্য মিজানুর রহমান মিজান সহ স্থানীয় নেতৃবৃন্দ।