নাটোর প্রতিনিধি সারা দেশেই চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের প্রতিরোধক টিকার প্রয়োগ। এরই অংশ হিসেবে আজ দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমদে। এছাড়া জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা,সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সহ গোয়েন্দা সংস্থা,গণমাধ্যম কর্মীরা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন।
নাটোরে দ্বিতীয় ডোজের ৩৩ হাজার ডোজ সংরক্ষণ করেছে সিভিল সার্জন অফিস। এদিকে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, সারা দেশের মতোই নাটোরে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় নাটোরে ৮৩টি নমুনা পরীক্ষা করা হলে ১৩ জন ব্যাক্তি করোনায়া আক্রান্ত হয়েছেন। বর্তমানে নাটোর সদর হাসপাতালে মোট ২১জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। জাতীয় ভাবে করোনা বৃদ্ধির হার ২৬ শতাংশ হলেও নাটোরে করোনার হার ৩৭ শতাংশ। করোনার প্রকোপ বৃদ্ধির কারনে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৫ আসন থেকে বাড়িয়ে আরও ৩০ আসন করা হয়েছে। তারা সকলের নিরাপত্তার কথা ভেবে সকল প্রস্তুতি গ্রহন করে রেখেছেন। তিনি আরো বলেন করোনা সংক্রমন রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যাবহার করার জন্য অনুরোধ করেন।