নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা টিকার বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নির্ধারিত টিকা কেন্দ্রে এই বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে। বুস্টার ডোজ দেওয়ার জন্য বিভিন্ন টিকা কেন্দ্রে পূর্ব নির্ধারিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। টিকা গ্রহীতারা জানান, ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার ব্যবস্থা করায় তাদের সময় অপচয় হচ্ছে না বা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে না। এতে তাদের উপকার হয়েছে। টিকা দিয়ে বাড়িতে গিয়ে কাজ করতে পারছেন।
সদর উপজেলার দত্তপাড়া কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী সুকুমার ঘোষ জানান, গ্রাম পর্যায়ের অতি দরিদ্র জনগনের জন্য শহনো গিয়ে টিকা দিতে খরচ ও সময় অপচয় হতো। প্রতিটি উপজেলার কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার ব্যবস্থা করায় তারা সময় মত আনন্দের সাথে টিকা গ্রহণ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সবাই টিকা গ্রহণ করতে পারছে।
সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুন জানান নাটোরে দুই দিনে মোট ১ লাখ ১৭ হাজার বুস্টার ডোজ প্রদান করা হবে। তিনি আরো জানান, এই ব্যাপারে দুই দিন মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে। জনগণকে অবশ্যই এই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে করোনা থেকে বাঁচতে।