নাটোরের বিভিন্ন জনবহুল স্থানে স্থাপনের জন্যে করোনা প্রতিরোধক বুথ এবং সদর হাসপাতালের জন্যে অক্সিজেন কনসেনট্রেটরসহ মাস্ক প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন জনবহুল স্থানে ৬০টি করোনা প্রতিরোধক বুথ প্রতিস্থাপনের জন্যে প্রদান করা হয়েছে। ২ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে এবং আরো ২ লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানান তিনি। এসব বুথে বিনামূল্যে জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক গ্রহন করবেন। এছাড়া করোনা ভাইরাসের সচেতনতায় প্রচারণার জন্য পুলিশ সুপার, জেলা প্রশাসক ও পৌর মেয়রের হাতে ৫০ হাজার টাকা করে বিতরণ করেন। অনুষ্ঠানে সদর হাসপাতালসহ জেলার আরো তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে মোট চারটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর হাসপাতালে সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যান্যরা।