নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যাতে বাংলাদেশে এই মারাত্মক ব্যাধি ছড়িয়ে না পড়ে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। কাপড় কাচা সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। ফ্রিজের ঠান্ডা মাছ,মাংসসহ বিভিন্ন তরকারী ভালো করে গরম করতে হবে। মাস্ক এ্যাজমা ছাড়া ব্যাবহার করা যাবে না। জেলায় লিফলেট বিতরণ করা সহ ইসলামি ফাউন্ডেশন সচেতনতামুলক মাইকিং প্রচার করবে। এছাড়াও সরকারী হাসপাতালগুলোতে ১০ জন চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় প্রস্তুত থাকবে সবসময়।