নাটোরে করোনা সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষকে সচেতন করতে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও বাজার পরিদর্শন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করে। এ সময় তারা মানুষকে করোনা রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে বাজার পরিদর্শন করেন। তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার পরামর্শ দেন। মাস্ক বিতরণ কালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।