করোনা ভাইরাসের প্রভাবে নাটোরে দিনমজুর ও কর্মহারানো ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা বাজারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নিজস্ব অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী বলেছেন একটি পরিবারও যেন অভুক্ত না থাকে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছুই উপহার দিয়েছে। কেউ না খেয়ে থাকবেন না। আপনারা সরকারী নির্দেশ মেনে ঘরে থাকুন আমরা আপনাদের কাছে খাবার পৌছে দিবো। আপনারা করোনা মোকাবেলায় নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। সাবান দিয়ে হাত পরিস্কার রাখুন। এছাড়াও যেকোন প্রয়োজনে তার মোবাইল ফোনে কল করবেন।