নাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের কানাইখালী মহল্লায় ১৫০ পরিবারের মাঝে এই সব সামগ্রী বিতরণ করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এসব সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি আলু , ৫০০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম পিঁয়াজ ও ১ পিস সাবান। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু, ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।