নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিষ্ট হাসিনার শাসনামলে সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শহীদ আরবার ফাহাদের ৫ম শাহাদৎ বার্ষিকী ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌন মিছিল ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক স্মরন সভা আয়োজন করা হয়। স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র দলের আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবিব,যুগ্ম আহবায়ক অনিক,ফয়সাল আহম্মেদ সহ শিক্ষার্থী। এ সময় বক্তারা বলেন, আবরার ফাহাদ সেই আবরার ফাহাদকে কিছু কুলাঙ্গার কিছু সন্ত্রাসী ছাত্রলীগের তিন ঘন্টা ধরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। ২৫ জন আসামীর ভিতর ২০ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবতজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। তাদের দাবী আবরার হত্যাকারীদের দ্রুত ফাঁসীর রায় কার্যকর করা হোক। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা না হলে নাটোর থেকে আন্দোলন গড়ে তুলা হবে।