নিজস্ব প্রতিবেদ:
নাটোরের একটি ছাত্রী নিবাসে রান্নার সময় কেরোসিনের স্টোভ বিস্ফোরনে নিহত সানজিদা ইয়াসমিনে পর এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে সে মারা যায়। শামীমা ইয়াসমিনের ভাই কাউসার আলী নিহত শামীমা ইয়াসমিনের মৃত্যুর (০১৭৮০-৪৪৮৬১৭) এই তথ্যটি নিঃশ্চিত করেছেন। তবে স্থানীয় পুলিশ এ বিষয়ে কিছু বলতে পরেন নাই। নিহত শামীমা ইয়াসমিনের বাড়ী নাটোরের গুরুদাসপুরর উপজেলার নাজিরপুর গ্রামে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঝাহারুল ইসলাম ও নিহতের পরিবারে সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তার বোন অগ্নিদগ্ধ শামীমা ইয়াসমিনকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ২৭ জুন সকালে শহরের বড়গাছা এলাকার জোতি ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভে রান্নার সময় নাটোর এন এস সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে শামিমা ইয়াসমিন ও সানজিদা ইয়াসমিনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটিতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে সানজিদা ইয়াসমিন ও রাতে শামীমা ইয়াসমিন মারা যায়।