নিজস্ব প্রতিবেদক:
কোটা বাতিলের এক দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণ। আজ রবিবার সকালে নাটোর প্রেসক্লাব চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে মাদ্রাসা মোড় এলাকা প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করে আন্দোলণকারীরা।।
সমাবেশে বক্তব্য রাখেন, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের শিক্ষার্থী রুহুল আমীন, শিশির মাহামুদ,হেলাল উদ্দিন, শুভ ইসলাম, আব্দুল আওয়ালসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও বৈষম্য থেকে গেছে। আমরা মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে নতুন দেশ গড়তে চাই। নির্দিষ্ট একটি গোষ্টির জন্য কোটা রেখে সাধারণ ছাত্র সমাজকে বঞ্চিত করতে দেয়া হবেনা। এই কোটা প্রথাকে সংসদে উৎথাপন করে বিলুপ্তি করার দাবি জানান বক্তারা।