নাটোর প্রতিনিধি:
নাটোরে সঠিকভাবে কোভিড -১৯ টিকাদানের কার্যক্রম সমাধা করতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে জেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জেলা সদরে নাটোর সদর হাসপাতালে এবং জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কাদিরাবাদ সেনানিবাসের সিএমঅএইচ এ প্রাথমিকভাবে প্রাপ্ত ৪৮ হাজার টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্ট টিকাদান ক্ষেত্রগুলোতে অগ্রাধিকার টিকা প্রাপ্তদের নামের তালিকা প্রণয়ন করা হচ্ছে। টিকাদান কার্যক্রম সফল করতে নাটোর সদর হাসপাতালে আটটি এবং উপজেলাগুলোতে তিনটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
প্রশিক্ষণের প্রশিক্ষক মেডিকেল অফিসার ডাঃ রাসেল জানান, প্রশিক্ষণে টিকাদানের কর্মকৌশল, নিরাপদ টিকাদান পদ্ধতি, কোল্ড চেইন ব্যবস্থাপনা, টিকাদান কেন্দ্র সংগঠন ও ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ, টিকাদান পরবর্ত্তী রিপোর্টিং ও ফলোআপ ইত্যাদি সেশন উপস্থাপন করা হচ্ছে।
অপর প্রশিক্ষক ডাঃ সুকন্যা সরকার জানান, প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রোগ নিরাময় মেডিকেল অফিসারসহ মোট ৩৪ জন অংশগ্রহন করছেন। প্রশিক্ষণ গ্রহন শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের উপজেলাতে ফিরে গিয়ে টিকা প্রদানকারী নার্সসহ অন্যান্যদের প্রশিক্ষণ প্রদন করবেন।