নাটোরে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ টিকা দেওয়া অব্যাহত রয়েছে। রোববার নাটোর আধুনিক হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল। এসময় দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খন্দকার ওমর শরীফ চৌহান সহ দলীয় নেতাকর্মীরা । সিভিল সার্জন জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালসহ এ পর্যন্ত জেলায় ২য় ডোজ টিকা গ্রহণ করেন মোট ১৩ হাজার ৬৩৬ জন ।