নাটোরে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে এই টিকা দান কর্মসুচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানসহ সদর হাসপাতালের চিকিৎসকবৃন্দ। সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, তিনি বলেন চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টিকাদান কর্মসূচীতে জেলায় এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৩৬০ ব্যক্তি কোভিড-১৯ প্রথম ডোজের টিকা গ্রহন করেছেন। বৃহস্পতিবার শুধুমাত্র দ্বিতীয় ডোজ উদ্বোধন করা হ’ল। তবে এদিন পুরোদমে টিকা দেওয়া সম্ভব হবে না।
নাটোরের সিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার বরাদ্দকৃত ভ্যাকসিন এসে পোঁছালে পুরোদমে শুরু করা হবে। যারা এর আগে প্রথম ডোজ টিকা নিয়েছেন সময়মত তাদের মোবাইলে দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখের ম্যাসেজ যাবে। টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের হাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিটের পক্ষ থেকে মোট ৫৬ হাজার এলকোহল প্যাড হস্তান্তর করা হয়। নাটোর প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এই প্যাডগুলি হস্তান্তর করেন।