নিজস্ব প্রতিবেদক:
আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর পরিবারগুলোর মাঝে গরু, ভেড়া হাঁস-মুরগীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এই সকল সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকিসহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। এসময় প্রাণিসম্পদ উনয়ন প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে একটি করে মোট ২৭২ টি হাঁসের ঘর, ৫৯ পরিবারের প্রত্যেক পরিবারকে ১টি করে ষাঁড় বাছুর, প্রত্যেককে ২০টি করে মোট ৫৪৪০টি হাঁস দেওয়া হয়। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে মোট ১৫টি বাই-সাইকেল, ১২০ জনকে ছাতা ও ব্যাগসহ শিক্ষা উপকরণ দেওয়া হয়।
শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধান মন্ত্রী সব সময় শুধু দেশের মানুষের কথাই চিন্তা করেন। কিভাবে দেশের মানুষ ভালো থাকবে সেই চিন্তা তার মাথায় ঘুরে। সেইসাথে শিক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করছে কি করলে তাদের আরো সুযোগ সুবিধা দেওয়া যায়। এসব চিন্তা থেকেই প্রধান মন্ত্রী আমার মাধ্যমে সবার জন্য এইসব উপকরন পাঠিয়েছে। আমি সেগুলো আপনাদের মাঝে বিতরণ করলাম। আগামিতে প্রধানমন্ত্রী আপনাদের জন্য আরো কি করা যায় সেই প্রকল্প নিয়ে চিন্তা করছেন।