নাটোর প্রতিনিধি: নাটোরে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে সাবেক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর নির্যাতনের শিকার হয়েছে জাভিদ হাসান (০৭) নামে এক প্রতিবন্ধী শিশু। বর্তমানে শিশু জাভিদ হাসান নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাবেক পুলিশ কনস্টেবল হাবিবুল ইসলাম,তার স্ত্রী শাহানা বেগম ও সুজন হোসেন নামে তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানায়, শহরের বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকার মোশারফ হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শিশু জাভিদ হাসান রাস্তায় খেলা করছিল। এসময় তার হাতের ক্রিকেট খেলার বলটি প্রতিবেশী সাবেক পুলিশ কনস্টেবল হাবিবুল ইসলামের বাড়ীতে চলে যায়। পরে জাভিদ তার বলটি আনতে বাড়ীর মধ্যে ঢুকে পড়ে। এসময় হাবিবুল ও তার স্ত্রী শাহানা বেগম সহ আরো কয়েকজন তাকে ধরে দড়ি দিয়ে বেধে মারধর করে। খবর পেয়ে গ্রামের লোকজন হাবিবুল ইসলামের বাড়ীতে গিয়ে আহত অবস্থায় জাভিদকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।