নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় অপহরণের পর গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ছাব্বির আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে ঢাকার বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ছাব্বির নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র্যাব।
নাটোর র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালে ২০ অক্টোবর নাটোরের সিংড়ার এক নারীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করে আদালত। সেই মামলায় পলাতক প্রধান আসামী ছাব্বির আহমেদকে মৃত্যুদন্ডসহ অন্যান্য আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পরে মৃত্যুদন্ড প্রাপ্ত ছাব্বিরকে গ্রেফতারে মাঠে নামে র্যাব। এরই একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ১ উত্তরা ও র্যাব ৫ নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে প্রধান অভিযুক্ত ছাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ছাব্বিরকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।