নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আজ রবিবার নাটোর পুলিশ লাইনস্ ড্রিল সেডে উদ্বোধন কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ পুলিশ। এ সময় জেলার সাতটি থানায় সাতটি নির্মিত হটপ্রুফ গৃহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। পরে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।