নাটোরের বাগাতিপাড়ায় ২০২১ মৌওসুমের পাকা আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামের একটি আম বাগানে গাছ থেকে গোপালভোগ পেড়ে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালসহ অন্যান্যরা।
নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় পাঁচ হাজার ৮৫৭ হেক্টর জমি থেকে ৮০ হাজার থেকে ৮৫ ৮৫ হাজার মে. টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে করে আড়াইশ থেকে তিনশ কোটি টাকার আম কেনা বেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৪ মে জেলা প্রশসাক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুসারে ১০ মে থেকে স্থানীয় গুটি জাতের আম সংগ্রহ শুরু হবে। পরবর্ত্তীতে ২০ মে থেকে গোপালভোগ আম, ২৫ মে থেকে লক্ষণভোগ ও রাণী পছন্দ, ২৮ মে থেকে ক্ষীরসাপাত, ৫ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে আম্রপালি, হাড়িভাঙ্গা ও ফজলী, ৩০ জুন থেকে মল্লিকা , ১০ জুলাই থেকে বারি-৪, ১৫ জুলাই থেকে আশ্বিনা জাতের আম এবং সর্বশেষ ১৫ আগষ্ট থেকে গৌড়মতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে তা সংগ্রহ করতে যাবে।