নাটোরের সিংড়া ও নাটোর পৌর এলাকায় তৃতীয় দফার ২১ দিন সহ জেলার অন্য সবগুলো পৌর এলাকায় এক সপ্তাহের চলমান লকডাউনের শেষ দিন মঙ্গলবার। ভোর থেকে অবিরাম বৃষ্টি থাকায় রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। লকডাউন চলাকালে সামাজিক নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্য বিধি না মানায় বাড়ছেই করোনা সংক্রমন ও মৃত্যু হার। সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নাটোরে ৫৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জন নতুন করে করোনা সনাক্ত হয়েছে। সংক্রমনের হার ২৮.২৪ শতাংশ যা গতকালের তুলনায় ৮.৪৩ শতাংশ কম। নাটোর সদর হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে রাজিয়া (৬২) ও উপসর্গ নিয়ে মজিবর (৬০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে রোগী ৭০ জন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৫৪ জন। জেলায় মোট সংক্রমন ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ১৭২৩ জন। আগামিতে কঠোর লকডাউন শুরু হলে সংক্রমন ও মৃত্যু হার কমতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে লকডাউন শুরুর প্রথম দিন থেকেই জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সহ পুলিশ প্রশাসনের একাধিক টিম করোনা রোধে মাঠে কাজ করেছে নিয়মিত। কিন্তু সাধারণ মানুষ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের চোখে ফাঁকি দিয়ে তারা ঘুড়ে বেড়িয়েছে। এছাড়াও গোপনে গোপনে তাদের ব্যাবস্থা প্রতিষ্ঠান খোলা রেখেছে ব্যাবসায়ীরা।