নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চাইনিজ কুড়াল,তরবারী ও বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র সহ আব্দুল আওয়াল নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আব্দুল আওয়ালের বাড়ী থেকে অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আওয়াল ভাতুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্ন্যাল জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম দিঘাপতিয়া ইউনিয়ন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সাংবাদের মাধ্যমে জানতে পারে ভাতুরিয়া গ্রামের আব্দুল আওয়ালের বাড়ীতে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র বিক্রির জন্য সংরক্ষন করা হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক উর্দ্ধোতন কর্মকর্তাদের জানিয়ে আব্দুল আওয়ালে বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল আওয়ার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তিনি তার বাড়ীতে ধারালো অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তিনি নিজেই ধারালো অস্ত্র রাখা বস্তাটি কোথায় সংরক্ষন করা রয়েছে বলে জানান। পরে সেখানে তল্লাশী করে একটি পাটের বস্তার ভিতর থেকে অস্ত্রগুলো উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো হল একটি তরবারী,একটি বড় আকারের ছোরা,দুইটি বড় রাম দা, দুই দিকে ধারালো দুইটি বড় আকারের চাইনিজ কুড়াল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যাবহারের জন্য তার কাছে সংরক্ষন করেছিলেন। এ ঘটনায় আব্দুল আওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।