নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সৌজন্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার চার হাজার হৃতদরিদ্র মানুষের কাছে যাচ্ছে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪০ মেট্রিক টন চাল, ৫ মেট্রিক টন আলু ,৪ মেট্রিক টন ডাল, ৪ হাজার লিটার সোয়াবিন তেল, ২ হাজার পিস মাস্ক, ৪ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার ও ৪ হাজার পিস সাবান। এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, দেশের যেকোন দূর্যোগ পরিস্থিতিতে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলিপ দাস প্রমুখ।
নাটোর ও নলডাঙ্গা পৌরসভার মেয়র এবং দুইটি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের নিকট খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করা হয়। জেলা আওযামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম বলেন, জনপ্রতি সাত থেকে আট কেজি করে চাল, সোয়া কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার করে তেল এবং পরিমাণমত স্বাস্থ্য সামগ্রী বিতরণের জন্য জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।