নিজস্ব প্রতিবেদক:
নাটোরে চালককে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন সহ অটো রিক্সা ছিনতাই করে ছিনতাইকারীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার অটো রিক্সা চালক জুবায়ের পাটোয়ারীর বাবা ফারুক পাটোয়ারী বাদী হয়ে অজ্ঞাতদের অভিযুক্ত করে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে অটো রিক্সা চালক বাড়ী থেকে বের হয়ে হরিশপুর বাইপাসে ভাড়া খাটতে যায়। এ সময় সদর উপজেলার রামাইগাছী এলাকায় যাওয়ার জন্য অজ্ঞাত একজন যাত্রীবেশে অটো রিক্সায় উঠে। অটোরিক্সাটি কামারদিয়ার এলাকায় একটি আম বাগানের কাছে পৌঁছালে চালককে পিছন থেকে লোহার হাতুড়ী দিয়ে আঘাত করে ফেলে দিয়ে চালকের কাছে থাকা নগদ ৯শ টাকা ও মোবাইল ফোন সহ অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকের বাবা থানায় অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার শ্রীধরপুর কবরস্থান পাড়া এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী ইমান আলীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী আরো দুইজনকে অটো রিক্সা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার শ্রীধরপুর কবরস্থানপাড়ার মোতালেব হোসেনের ছেলে ইমান আলী, রাজাপুর কামারদিয়ার গ্রামের আক্কাস আলীর ছেলে সিদ্দিকুর রহমান ও বড়হরিশপুর এলাকার মৃত সোহরাব কাজীর ছেলে আব্বাস কাজী।