নাটোরে “স্বেচ্ছাসেবী মহিলা সমিতি” সমূহের মাঝে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যলয়ের আয়োজনে ২০১৮-২০১৯ অর্থ বছরের ১১০ জন সেচ্ছাসেবী মহিলাকে ২০ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক ও ৫টি সেলাই মেশিন প্রদানকরা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।