নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ছয় দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে বই মেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ,নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। মেলায় এবার পঞ্চাশটি স্টল অংশ নিয়েছে। আজ থেকে হওয়া মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে মেলা। এছাড়াও প্রতিদিন মেলায় স্থাপিত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।