কারাবন্দি লেখক মুশতাক আহমেদ এর মৃত্যু ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। আজ সোমবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের নেতা-কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় পুলিশ তাদের ব্যানারটি কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী বাধা পেয়ে দলের নেতা-কর্মিরা দলীয় কার্যালয়ে ফিরে যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম,কলেজ ছাত্রদল শাখার আহবায়ক জুবায়ের বাবু,বিএনপি নেতা রহিম নেওয়াজ।