নিজস্ব প্রতিবেদক:
ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে সীমাহীন অব্যবস্থাপনার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফরাস্থায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির, সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ চমক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজলসহ নেতা-কর্মীরা।