নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় তেবাড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সিনিয়র সহ সভাপতি মিনহাজ মনির, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন, এনএস কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক এসএম জুবায়ের।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শহীদ নয়ন মিয়া লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হয়। সেই নিহত নয়ন মিয়ার পরিবারকে শোক ও সমবেদনা জ্ঞাপন করতে নয়নের বাড়ীতে যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রাবণ ও সাধারণ সম্পাদক জুয়েল সহ নেতা কর্মিরা। শোক জানিয়ে সেখান থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রাবণ ও সাধারণ সম্পাদক জুয়েলের গাড়ি বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেয়।