নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে নাটোরে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ,হাসিবুর রহমান মুন্না, রবিন আহম্মেদ,সাকাফি সহ সাধরন ছাত্র ছাত্রীরা। এ সময় বক্তারা বলেন,বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগ বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা হামলা চালাচ্ছে। তারা এই সতেরো বছর সাধারন ছাত্র ছাত্রীর উপর অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে। দেশের মানুষকে হয়রানী করেছে। তাই তাদেরকে এই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। তারা আরো বলেন, এই ফ্যাসিস আওয়ামী লীগের ৫ আগষ্ট পতন হলেও তাদের দোসর দের এই বাংলার জমিনে রেখে গেছেন। তারা অনতিলম্বে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবী জানান। দ্রুত পদত্যাগ না করলে দেশে আওয়ামীলীগের যে পরিণতি হয়েছে আগামীতে রাষ্ট্রপতির একই অবস্থা হবে।