নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ,সম্পাদক গ্রুপ ও সহ সভাপতি গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী বলেন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ভুন্ডল করতেই পরিকল্পিত ভাবে ঘটিয়েছে সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পদক শাহীন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেলা ১২ টার দিকে কান্দিভিটা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানীর নেতৃত্বে নেতা কর্মিরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বের হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক শাহীনের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এলে উভয় পক্ষ সামনা সামনি হলে কথা কাটাকাটি শুরু হয় এবং ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।