নাটোর প্রতিনিধি: জঙ্গিবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নাটোর জেলা, উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ কর্মসুচি পালন করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমীন বিপ্লব, পৌর যুবলীগ নেতা সায়েম হোসেন উজ্জল,যুবলীগ নেতা প্রিন্স, আহসান হাবিব, আব্দুর রাজ্জাক ডাবলু, জেলা ছাত্র লীগের সহ সভাপতি নাদিম খান, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল সাকিব বাকি। এ সময় বক্তারা বলেন, দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কারি মৌলবাদীদের বিরুদ্ধে ধিক্কার ও সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন,অসাম্প্রদায়িক চেতনার বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রয়েছে এবং তা থাকবেও। এক শ্রেণীর মানুষ দেশে অপপ্রচার চালিয়ে আসছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনাটাও খুবই জরুরী।