জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ এই প্রতিপাদ্য নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে জনতা ব্যাংক নাটোর শাখা। এই উপলক্ষে আজ শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড নাটোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সহকারী মহা ব্যবস্থাপক মকবুল হোসেন, প্রনোতোষ কুমার নন্দী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. এসএম শাজদার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিবিএ এরিয়া কমিটির সভাপতি জুলফিকার আলী আহসান, সাধারণ সম্পাদক একেএম আসাদুল ইসলাম। শ্রদ্ধা জানানো শেষে শহরের মাদ্রাসা মোড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।